রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,শেরপুর :শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে সাদা মিয়া নামে এক কৃষকের বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে। সাদা মিয়া উপজেলা সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামের জয়নাল আবদীনের ছেলে। ঘটনাটি ঘটে ১৮ আগষ্ট মঙ্গলবার। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় ১৭ জনকে আসামী করে অজ্ঞাতনামা আরও ৮/১০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। মামলাসূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল ১১ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের সোরহাব আলী, মোজাফফর আলী ও মকবুল হোসেনের নেতৃত্বে ২৫/৩০ জনের সংঘবদ্ধ একটি দল দাঁ, ফালা, লাঠিসোটা নিয়ে সাদা মিয়ার বাড়িতে হামলা করে। এসময় হামলাকারীরা সাদা মিয়া ৩টি ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়। ঘরের সমস্ত মালামাল লুটপাট করে নিয়ে যায়। এসময় বাধা দিতে গিয়ে সাদা মিয়ার পক্ষের ৫ জন গুরুত্বরভাবে আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপারে থানায় মামলা দায়ের করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি। বরং আসামী পক্ষের লোকজনের ভয়ভীতি ও হুমকির মুখে সাদা মিয়া ও তার পরিবারের লোকজন আতঙ্কে দিনাতিপাত করছে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …