শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / পূর্ববঙ্গ / শেরপুরে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

শেরপুরে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
শেরপুরের ঝিনাইগাতীতে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ২০ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে ঝিনাইগাতী উপজেলা পরিষদ চত্ত্বরে এ ঘটনা ঘটে। জানা গেছে, অজ্ঞান পার্টির সদস্যরা যাত্রীবেশে উপজেলা সদর বাজার থেকে সুরুজ আলী (২২) নামে ইজিবাইক চালকের গাড়িতে উঠে উপজেলা পরিষদ চত্ত্বরে আসে। এখানে এসে অজ্ঞান পার্টির সদস্যরা চালক সুরুজ আলীকে অজ্ঞান করে উপজেলা পরিষদ চত্ত্বরে ফেলে রেখে ইজিবাইকটি ছিনতাই করে চম্পট দেয়।

সুরুজ আলী উপজেলার বন্দভাটপাড়া গ্রামের ফজল হকের ছেলে। পরে উপজেলা পরিষদ ভবন থেকে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম রাস্তায় বের হলে অজ্ঞান অবস্থায় ওই চালককে পড়ে থাকতে দেখে। লাইলী বেগমের দেয়া তথ্যমতে সুরুজ আলীর গ্রামের বাড়ি থেকে তার আত্মীয় স্বজনরা এসে অজ্ঞান অবস্থায় সুরুজ আলীকে উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

জানা গেছে, সুরুজ আলীর পরিবারের লোকজন ওই ইজিবাইকটি ঋণ-ধার করে প্রায় দুই লাখ টাকায় ইজিবাইকটি ক্রয় করে। ইজিবাইকটি ছিনতাই হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে সুরুজ আলীর পরিবারের সদস্যরা। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …