নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
শেরপুরের নালিতাবাড়িতে গাঁজাসহ আবু বকর সিদ্দিক (২৮) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
১০ আগস্ট সোমবার সন্ধ্যায় উপজেলার বুরুঙ্গা কালাপানি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আবু বকর সিদ্দিক ওই গ্রামের আছির উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, আবু বকর সিদ্দিক একজন গাঁজা ব্যবসায়ী। তার হেফাজতে ২ কেজি গাঁজা রয়েছে মর্মে সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালায়। অভিযান পরিচালনার সময় তার কাছ থেকে ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও দেখুন
লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …