নিজস্ব প্রতিবেদক, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে কুকুরের কামড়ে মানসিক ভারসাম্যহীন এক নারী (৪০) আহত হয়েছে। ঘটনাটি ঘটে ১৭জুলাই শুক্রবার উপজেলার রাংটিয়া বাজারে। জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ওই নারী গত একযুগেরও বেশী সময় ধরে রাংটিয়া বাজারের একটি সরকারী চালা ঘরে অবস্থান করেন। ওই নারী কোথায় থেকে এসেছেন এলাকার কেউ বলতে পারেন না। গত এক যুগ ধরে এ বাজারের সরকারি খোলা একটি ঘরে বসবাস করার পাশাপাশি বাজারটি সে প্রতিনিয়ত পরিস্কারের কাজ করে থাকেন। আশপাশের লোকজন তাকে কিছু খাবার দেন তাই খেয়ে দিন কাটাচ্ছেন ওই মানসিক ভারসাম্যহীন নারী। শুক্রবার দুপুরে একটি কুকুর এসে তার হাতে কামর দিয়ে রক্তাক্ত করে। এতে গুরুতরভাবে আহত হয়ে ব্যাথার যন্ত্রনায় কাতরাচ্ছে ওই নারী। বাজারের বাসিন্দারা জানান,ইতি পুর্বেও আরেকবার কুকুরে কামড় দিয়ে আহত করেছিল ওই নারীকে। সেসময় গ্রামবাসিরা ভ্যাক্সিন কিনে দিলেও এবার কেউ এগিয়ে আসেননি। বর্তমানে ওই নারী ব্যাথার যন্ত্রনায় ছটফট করছে। স্হানীয়বাসিন্দাদের মতে খোলা ঘরে বসবাসের কারণে বারবার কুকুরে কামড়াচ্ছে ওই নারীকে।
আরও দেখুন
নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …