শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / পূর্ববঙ্গ / শেরপুরে কিশোর নির্যাতনের ঘটনায় গ্রেফতার-৪

শেরপুরে কিশোর নির্যাতনের ঘটনায় গ্রেফতার-৪

নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
শেরপুরে কিশোর আশিকুর রহমান পাপ্পু (১৫) কে নির্যাতনের ঘটনায় ৪ যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। আশিকুর রহমান পাপ্পু শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কানাশাখোলা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। ৩ আগস্ট সোমবার বেলা ১১ টায় মোবাইলে মেসেজ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আশিকুর রহমানের উপর অমানুষিক নির্যাতন চালায় কয়েকজন যুবক।

এ ব্যাপারে আশিকুর রহমানের বড় ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ৪ আগষ্ট রাতে থানাপুলিশ শহরের গোপালবাড়ী মহল্লা থেকে ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো গোপালবাড়ী মহল্লার গোলাম মাহবুব এর ছেলে সিয়াম, আমিনুল ইসলাম বাবুলের ছেলে শুভ, বেলাল হোসেনের ছেলে আরমান ও সুজন মিয়ার ছেলে সাজেদুল ইসলাম নাসিম।

৫ আগষ্ট বুধবার গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …