শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / পূর্ববঙ্গ / শেরপুরে আর্ন্তজাতিক আদিবাসী দিবস উদযাপিত

শেরপুরে আর্ন্তজাতিক আদিবাসী দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
শেরপুরের নালিতাবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত হয়েছে। ৯ আগস্ট রোববার এ উপলক্ষে ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন আয়োজনে বারমারী খ্রিষ্টধর্মপল্লীর সভা কক্ষে র‌্যালী, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘কোভিড-১৯ আদিবাসীদের জীবন জীবিকার সংগ্রাম’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় আদিবাসী সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি. লুইস নেংমিঞ্জারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বারমারী সাধু লিওর খ্রিষ্টধর্মপল্লীর পাল পুরোহিত রেভারেন্ট ফাদার মনিন্দ্র মাইকেল চিরান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রেভারেন্ট ফাদার তরুন বানোয়ারী, অনন্যা সাংমা, মি. জন মাংসাং ও সুদীপ্ত ঢালু প্রমুখ।

এসময় বক্তারা বলেন, কোভিড-১৯ তথা করোনা ভাইরাসের কারনে নালিতাবাড়ী উপজেলার অধিকাংশ আদিবাসী সম্প্রদায়ের মানুষ কর্মহীন হয়ে অতিকষ্টে তাদের সংসার পরিচালনা করে আসছে। তাই তারা আদিবাসীদের প্রতি সরকারের বিশেষ নজর দেয়ার দাবী জানান। পরে স্বাস্থ্য বিধি মেনে স্বল্প পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া জেলার অন্যান্য উপজেলা গুলোতেও আদিবাসী দিবস উপলক্ষে অনুরুপ কর্মসূচি পালিত হয়েছে।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …