শুক্রবার , জানুয়ারি ৩ ২০২৫
নীড় পাতা / পূর্ববঙ্গ / শেরপুরের নালিতাবাড়ীতে পারিবারিক কলহের জেরে বিষপানে আত্নহত্যা

শেরপুরের নালিতাবাড়ীতে পারিবারিক কলহের জেরে বিষপানে আত্নহত্যা

নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
শেরপুরের নালিতাবাড়ীতে হাবিবুর রহমান (৩৬) নামে এক ব্যাক্তি বিষপানে আত্নহত্যা করেছে। ঘটনাটি ঘটে, ১৪ সেপ্টেম্বর রাতে উপজেলার নয়াবিল ইউনিয়নের ডালুকোনা গ্রামে। হাবিবুর ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদী গ্রামের মৃত আইনদ্দিনের ছেলে।

এলাকাবাসী ও থানা পুলিশ জানায়, ওইদিন বিকেলে হাবিবুর তার নিজ বাড়ী হলদীগ্রামে প্রথম স্ত্রীর সাথে ঝগড়া করে, নালিতাবাড়ী ডালুকোনায় দ্বিতীয় স্ত্রীর কাছে যায়। পরে সবার অজান্তে বিষপান করলে বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতে হাবিবুরের মৃত্যু হয়।

নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরও দেখুন

লালপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর  

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভাটা …