রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / শেখ হাসিনা যা বলেন তাই বাস্তবায়ন করেন- বকুল এমপি

শেখ হাসিনা যা বলেন তাই বাস্তবায়ন করেন- বকুল এমপি

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি  জননেত্রী শেখ হাসিনা যা বলেন তিনি তাই বাস্তবায়ন করেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বিএনপি ও জামায়াত শিবির দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে , এসব ষড়যন্ত্র করে কোন লাভ হবে না।”  নাটোরের লালপুরে বিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নাটোর-১ লালপুর- বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি এসব কথা বলেন।

তিনি আরো বলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু ও সাধারণ সম্পাদক ইসাহাক আলী পৌরসভা ও ইউনিয়ন সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের যে সকল কমিটি করেছে এইটা আওয়ামী লীগের দলীয় গঠনতন্ত্র বিরোধী কমিটি করেছেন।   
তিনি আরো বলেন তাঁরা যে কমিটি করেছে ওই সন্মেলনে মেজরেটি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন না। নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে যে সকল ইউনিয়নে আওয়ামী লীগের কমিটি গঠন করেছি বা করছি তা গঠনতন্ত্র অনুযায়ী করছি। 

শনিবার বিকেলে উপজেলার বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই সন্মেলন অনুষ্ঠিত হয়। বিলমাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাহ আলীর সভাপতিত্বে সন্মেলনে অনান্যর মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজবার আলী, নাটোর আদালতের সহকারী পি.পি এ্যাড: মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক গোলাম কাউসার, মাহামুদুল হক মুকুল, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, নাটোর জেলা তাঁতীলীগের যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, উপজেলা যুবলীগের সভাপতি ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলতাফ হোসেন, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেড এর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু প্রমুখ।

মাগরিব এর নামাজের বিরতির পরে বীর মুক্তিযোদ্ধা জিন্নাহ আলীর কে সভাপতি ও আনিছুর রহমান কে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট বিলমাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …