নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেছেন, বাংলাদেশের গরীব, অসহায় ও দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের কাছে আশ্রয় ও নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছেন। দেশের জনগণ প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখে দেশ পরিচালনার যে দায়িত্ব তার উপর অর্পণ করেছিলেন সেই দায়িত্ব তিনি অক্ষরে অক্ষরে পালন করে চলেছেন।
শনিবার নাটোরের লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে গৃহহীন ৪০ টি পরিবারের মাঝে নতুন ঘরের চাবি হস্তান্তরকালে এসব কথা বলেন এমপি শহিদুল ইসলাম বকুল।
সাংসদ বকুল বলেন, ‘আমি বিএনপির কাছে প্রশ্ন রাখতে চাই অতীতের কোন সরকার একদিনে ৬৯ হাজার ঘর গরীব দুঃখীদের দিয়েছে? কোন সরকার প্রণোদনা দিয়ে করোনাকালে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে? কোন সরকার তার সর্বোচ্চ চেষ্টা আর পরিশ্রমে করোনা মহামারী নিয়ন্ত্রণে রেখেছে? এই প্রশ্নের উত্তর যদি ‘আওয়ামী লীগ সরকার’ হয় তবে এখন থেকে আপনারাও চিন্তা শুরু করুন আমরা কাদের আদর্শের রাজনীতি করেন। শুধু গলা ফাটিয়ে সরকারের সমালোচনা করলেই নেতা হওয়া যায় না। এদেশের মানুষ এখন সবই বুঝে।’
সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে শহিদুল ইসলাম বকুল বলেন, ‘গত ১৬ই জানুয়ারী এই গোপালপুরে একটি ইতিহাস সৃষ্টি হয়েছে যা আপনারা সকলেই অবগত। আমি আমার সাংবিধানিক সীমাবদ্ধতার মধ্যে থেকে আপনাদের ঐক্যের ডাক দিয়েছিলাম। আমার কথা আপনারা রেখেছেন আমি কৃতজ্ঞ। এবার আরেকটি কথা রাখবেন। নবনির্বাচিত মেয়র রোখসানা মর্তুজা লিলিকে আপনারা সর্বাত্নক সহযোগিতা করবেন। তাকে সহযোগিতা করলেই আমাকে সহযোগিতা করা হবে।’
বকুল আরও বলেন, ‘এতোদিন আমাদের দলের মেয়র ছিলো না৷ এখন হয়েছে বলে আপনাদের অনেক দায়িত্ব বেড়ে গেছে। তাকে সহযোগিতার পাশাপাশি সংগঠনকে গতিশীল করতে ভূমিকা রাখবেন। আওয়ামী লীগকে মানুষ এখন আগের চেয়ে নির্ভরযোগ্য মনে করা শুরু করেছে তাই এই অবস্থার ব্যত্যয় হতে দেয়া যাবে না।’
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র রোখসানা মর্তুজা লিলি, লালপুর উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, সহকারী কমিশনার ভূমি শাম্মী আখতারসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
আরও দেখুন
লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …