শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / আবহাওয়া / শেখ হাসিনাসহ ৬৪ বিশ্ব নেতার ‘প্রকৃতির জন্য অঙ্গীকার’ উদ্যোগ

শেখ হাসিনাসহ ৬৪ বিশ্ব নেতার ‘প্রকৃতির জন্য অঙ্গীকার’ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৪ বিশ্ব নেতা প্রকৃতি, জলবায়ু ও মানুষকে রক্ষার অঙ্গীকার প্রকাশ করে সোমবার যৌথভাবে ‘লিডার্স প্লেজ ফর ন্যাচার : ইউনাইটেড টু রিভার্স বায়োডাইভার্সিটি লস বাই ২০৩০ ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক অভিযান সূচনা করেছেন।

প্রকৃতি, জলবায়ু ও জনগণকে রক্ষায় পদক্ষেপ গ্রহণ ও অন্যদের উৎসাহিত করতে ৬৪ বিশ্ব নেতা সম্মিলিতভাবে এই সঙ্কেত পাঠিয়েছেন। এ্যাঞ্জেলা মেরকেল, জাস্টিন ট্রুডো ও বরিস জনসনের মতো বিশ্ব নেতাদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই উদ্যোগে স্বাক্ষর করেছেন।

যৌথ বিবৃতিতে বিশ্ব নেতৃবৃন্দ বলেন, ‘আন্তর্জাতিক সহযোগিতা এবং দেশ, জনগণ ও প্রজন্মের মধ্যে ঐক্য, সংহতি ও আস্থার ভিত্তিতে বহুপাক্ষিকতার প্রতি আমরা দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। বর্তমান ও ভবিষ্যত বৈশ্বিক পরিবেশ সঙ্কট মোকাবেলার এটিই একমাত্র উপায়।’

এতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে ভুটান, কানাডা, যুক্তরাজ্য, বেলজিয়াম, ডেনমার্ক, ইইউ, ফিনল্যান্ড, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইসরাইল, ইতালি, মেক্সিকো, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, স্পেন ও সুইডেন।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …