মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জাতীয় / শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা

শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা

নিউজ ডেস্ক:
২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বার্তায় মোদি বলেছেন, ‘আমি আশাবাদী, খুব শিগগিরিই মহামারির বিরুদ্ধে মানবতা জয়ী হবে।’

রোববার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ২০১৪ সালে জাতিসংঘ ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এ বছর বিশ্বব্যাপী সপ্তমবারের মতো যোগ দিবস উদযাপন হবে। তবে গতবছরের মতো এবারও মহামারি কভিডের কালে দিবসটি এসেছে।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, মহামারি মোকাবিলায় আমাদের যোদ্ধারা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। গতবছর আন্তর্জাতিক যোগ দিবসের সময় থেকে এ পর্যন্ত মহামারির বিরুদ্ধে ইতিবাচক অগ্রগতি হয়েছে। চিকিৎসাবিজ্ঞান এ ভাইরাসের প্রকৃতি বুঝতে পেরেছে। মহামারি মোকাবিলায় বেশ কয়েকটি টিকা এসেছে। এর মাধ্যমে জনগণ রক্ষা পাচ্ছে। আমি আশাবাদী, খুব শিগগিরই মহামারির বিরুদ্ধে মানবতা জয়ী হবে।

নরেন্দ্র মোদি বলেন, এ বছর আন্তর্জাতিক যোগ দিবসের প্রতিপাদ্য বিষয় ‘সুস্থতার জন্য যোগ’। যোগ আমাদের মন ও দেহকে ভালো রাখে। কভিড যেকোনো মানুষকে আক্রান্ত করতে পারে, আর যোগ শরীরে শক্তি বাড়িয়ে রোগ প্রতিরোধে সহায়তা করতে পারে।

প্রতিবছর বাংলাদেশে যোগ দিবস উদযাপন হয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বেশ কয়েক বছর ধরে বিপুলসংখ্যক লোক অংশ নেয় যোগ দিবসের কর্মসূচিতে।

মোদি বলেন, আমি নিশ্চিত দিবসটি উদযাপনে আপনার সরকার সহায়তা অব্যাহত রাখবে। আপনার, আপনার পরিবার ও আপনার জনগণের সুস্বাস্থ্য কামনা করি।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …