শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ‘শেখ হাসিনাকে টিকা চ্যাম্পিয়ন ঘোষণা দিলো গ্যাভি’

‘শেখ হাসিনাকে টিকা চ্যাম্পিয়ন ঘোষণা দিলো গ্যাভি’

নিউজ ডেস্ক:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘টিকাদান কার্যক্রমে সফলতার জন্য বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে আট নম্বরে অবস্থান করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৈশ্বিক টিকা জোট ‘গ্যাভি’ টিকা চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করেছে। দেশে টিকার কোনও অভাব নেই, যারা এখনও নেননি নিয়ে নেবেন।’

মন্ত্রী বলেন, ‘গত কয়েকদিন ধরে দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা শূন্যের কোঠায় নেমেছে। সারা দেশে করোনায় আক্রান্তও খুব একটা নেই। বর্তমানে সারা দেশে দৈনিক ৫০ থেকে ৬০ জন মানুষ আক্রান্ত হচ্ছে। এতে দেশে করোনার প্রভাব নেই বললে চলে। এখন পর্যন্ত ২৫ কোটির বেশি টিকা দেওয়া হয়েছে। মোট জনগণের ৭৫ শতাংশের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে।’ যারা এখনও বুস্টার ডোজ নেননি তাদের দ্রুত নিয়ে সুরক্ষিত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘বাজারে খাদ্যের দাম কিছুটা বেড়েছে। বাজারে যথেষ্ট খাদ্য মজুত রয়েছে। কোভিড নিয়ন্ত্রণে আছে। কোভিড নিয়ন্ত্রণে আছে বলেই অর্থনৈতিক অবস্থা ভালো ও সচল আছে। এ জন্য আমরা ধর্মকর্মও করতে পারছি। ব্যবসা বাণিজ্য ভালো মতো চলছে। সরকার কোভিড নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।’

জাহিদ মালেক আরও বলেন, ‘বাংলাদেশে এখনও  শ্রীলঙ্কার মতো অবস্থা হয়নি। চলাফেরার কোনও দুরবস্থা নেই। সরকার পতনের অবস্থাও বাংলাদেশে হয়নি।’

মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা প্রমুখ।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …