নিজস্ব প্রতিবেদক
নাটোরের জয়যাত্রা অব্যাহত শেখ রাসেল জাতীয় জুনিয়র সাব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ ২০১৯ নাটোরের জয়যাত্রা অব্যাহত। ফেনীতে অনুষ্ঠিত সকল বয়সভিত্তিক প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে সফলতা দেখে আসছে নাটোরের ক্ষুদে খেলোয়াড়গণ। বালক অনূর্ধ্ব-১৮ নাটোর জেলার সজীব ও রাফি জুটি ১ম রাউন্ডে নোয়াখালী জেলার হুমায়ুন ও এনাম জুটিকে (২১-১৬) (২১-০৮) সেটে পরাজিত করে ২য় রাউন্ডে খেলার গৌরব অর্জন করেছে।
বালক অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৮ একক ও দ্বৈতে নাটোর জেলার সকল খেলোয়ার ১ম রাউন্ডে জয়লাভ করে ২য় রাউন্ডে খেলার গৌরব অর্জন করেছে। বালক অনূর্ধ্ব-১৮ নাটোর জেলার সজীব ও রাফি জুটি ১ম রাউন্ডে নোয়াখালী জেলার হুমায়ুন ও এনাম জুটিকে (২১-১৬) (২১-০৮) সেটে পরাজিত করে ২য় রাউন্ডে খেলার গৌরব অর্জন করেছে।
বালক অনূর্ধ্ব – ১৫ এককে নাটোর জেলার রাতুল ২য় রাউন্ডে শরিয়তপুর জেলার রাকিবকে (২১ – ১২) (২১- ১০) সেটে পরাজিত করে ৩য় রাউন্ডে খেলার গৌরব অর্জন করেছে।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …