নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর জেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৫ তম শুভ জন্ম দিন উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ সহ সকল অঙ্গসংঠনের নেতৃবন্দসহ স্থানীয় নেতাকর্মী একত্রে কেক কেটে উদযাপন করে। শুক্রবার বেলা ১১টার দিকে এই কেক কেটে জন্ম দিন উদযাপন করা হয়।
জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, সহ-সভাপতি অধ্যাপক শামসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস প্রমূখ।
নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষকলীগ তাঁতীলীগ এর নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শেখ রাসেলসহ বঙ্গবন্ধু এবং তার পরিবারের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …