শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ

শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ আগস্ট ২০২৩) সকালে লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাতজন অসচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, সহকারী কমিশনার (ভ‚মি) আরাফাত আমান আজিজ, লালপুর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানাসহ সকল দপ্তর প্রধান, প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।


বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। এই লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যে প্রেরণা যুগিয়েছিলেন ফজিলাতুন নেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর গোটা রাজনৈতিক জীবন ছায়ার মতো পাশে থেকে প্রতিটি কাজে প্রেরণার উৎস হয়ে ছিলেন। বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা ঘোষণার পর যখন বারবার পাকিস্তানি শাসকদের হাতে বন্দী জীবন যাপন করছিলেন বঙ্গবন্ধু, তখন আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীরা ফজিলাতুন নেছা মুজিবের কাছে ছুটে যেতেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে জাতির পিতার খুনিরা তাঁকেও নির্মমভাবে হত্যা করে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …