মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জাতীয় / শেখ কামালের জন্মদিনে স্মারক ডাকটিকিট উন্মোচন

শেখ কামালের জন্মদিনে স্মারক ডাকটিকিট উন্মোচন

নিউজ ডেস্ক:
বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তার ভাই পঁচাত্তরের ১৫ আগস্ট শহীদ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্ভোধনী খাম ও একটি সিলমোহর অবমুক্ত করেছেন।

আজ শনিবার (০৫ আগস্ট) গণভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি এই ডাকটিকিট অবমুক্ত করেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধুপুত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ৫ আগস্ট তিনি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করবে আওয়ামী লীগসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …