সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / শেখ কামালের জন্মদিনে ভলিবল চ্যাম্পিয়ন জেলা ক্রীড়া সংস্থা

শেখ কামালের জন্মদিনে ভলিবল চ্যাম্পিয়ন জেলা ক্রীড়া সংস্থা


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বঙ্গবন্ধু তনয় বীর মুক্তিযোদ্ধা ক্রীড়াবিদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে আয়োজিত ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জেলা ক্রীড়া সংস্থা। আজ ৫ আগস্ট শুক্রবার বিকেল চারটার দিকে স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। নাটোর পৌরসভার আয়োজনে টুর্নামেন্টে জেলা ক্রীড়া সংস্থা ও নাটোর পৌরসভা দল অংশগ্রহণ করে।

টানটান উত্তেজনার এই ম্যাচে জেলা ক্রীড়া সংস্থা নাটোর পৌরসভাকে পরপর দুই সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার লাভ করেন জেলা ক্রীড়া সংস্থা রুবেল টিয়ার। ম্যাচ পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মনিমুল হক। ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক শামীম আহমেদ এবং পৌর মেয়র উমা চৌধুরী জলি।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …