সোমবার , জানুয়ারি ১৩ ২০২৫
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / শুকুর হোটেলের মালিক আব্দুস শুকুর করোনা আক্রান্ত নন

শুকুর হোটেলের মালিক আব্দুস শুকুর করোনা আক্রান্ত নন

নিজস্ব প্রতিবেদক:
নাটোর শহরের পরিচিত নাম আব্দুস শুকুর। শুকুরের হোটেলের মালিক। আজ হঠাৎ করেই খবর ছড়িয়ে পড়ে আব্দুস শুকুর করোনা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আব্দুস শুকুর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত্তি আছেন এ খবর সত্য কিন্তু তিনি করোনা আক্রান্তও নন। এবিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সুকেল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মুঠোফোনে সুকেল জানান, তার বাবা বেশ কিছু দিন ধরে বুকে ব্যাথা এবং গ্যাষ্ট্রিকের সমস্যাতে ভুগছিলেন। গত সপ্তাহে নাটোরে ডা: আবুল কালাম আজাদ কে দেখান। পরবর্তীতে সদর হাসপাতালে এবং সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলের ৩২ নং ওয়ার্ডে ভর্ত্তি করানো হয়। তবে একটু সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় শুক্রবারে। গতকাল শনিবারে গ্যাষ্ট্রিকের সমস্যার জন্য ডা: মাহাবুবুর রহমান খান বাদশার তত্ত্বাবধানে আবার রাজশাহী মেডিকেল কলেজের ৫ নং ওয়ার্ডে ভর্ত্তি করানো হয়। সেখানে চিকিৎসা নিয়ে এখন আগের চেয়ে অনেক ভালো আছেন বলেও তার ছেলে নিশ্চিত করেছেন। আব্দুস শুকুরের ছেলে সুকেল আরও বলেন, আমি রাজশাহীতে আসার পর আমার স্মার্টরফোন চুরি হয়ে যায়। যার কারণে আমি খবরটি দেখিনি। তবে লোক মারফত জানতে পেরেছি কে বা কারা এমন খবর তৈরি করেছেন আমাদের সঙ্গে যোগাযোগ না করে। যা মোটেও সত্য না। আপনারা সকলে আমার বাবার জন্য দোয়া করবেন, তিনি যেন দ্রুত সুস্থ্য হয়ে বাড়ি ফেরেন।

আরও দেখুন

তারুণ্যের উৎসবে লোকনাট্য সমারোহে জনপ্রিয় লোকনাট্য আলকাপ গান মঞ্চস্থ॥ শিল্পীদের দূর্দশা কাটেনি

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,‘আলকাপ’ মূলতঃ অবিভক্ত বঙ্গদেশের লোকসংগীত। অবিভক্ত মুর্শিদাবাদ অঞ্চলের মুসলমান সম্প্রদায়ের নিজস্ব এ লোকসংগীতের চর্চা …