সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / কৃষি / শীত উপেক্ষা করে চলনবিলে বোরো রোপণের প্রস্তুতি

শীত উপেক্ষা করে চলনবিলে বোরো রোপণের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
তীব্র শীত উপেক্ষা করে বোরো রোপণের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন চলনবিলের কৃষকরা। শস্য ভাণ্ডারখ্যাত এশিয়া মহাদেশের সর্ববৃহৎ বিল চলনবিল। এ বিলে সরিষা, গম, ভুট্টাসহ বিভিন্ন ফসলের চাষাবাদ হলেও প্রধান ফসল বোরো ধান। বিলের পানি নামতে সময় লাগায় বীজতলা তৈরি ও চারা প্রস্তুতে কিছুটা সময় লাগার পরও চলনবিলে এখন পুরোদমে বোরো ধান রোপণে ব্যস্ত চলনবিলের কৃষকরা। পৌষের তীব্র শীত আর কুয়াশা কৃষকের জন্য বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে।

উত্তরের হিমেল হাওয়ায় শীত জেঁকে বসেছে। গরম পোশাক পরার পরেও বাইরে বের হওয়া যেখানে কষ্টকর, সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলনবিল এলাকার কৃষকরা বোরোর চারা রোপণে ব্যস্ত সময় পার করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, চলনবিলে এ বছর ১ লাখ ৭৬ হাজার ৬৮২ হেক্টর জমিতে ইরি-বোরো রোপণের সম্ভাবনা রয়েছে। নাটোর কৃষি অফিস সূত্রে জানা যায়, সিংড়া উপজেলায় ৩৯ হাজার ৬১০ হেক্টর, রায়গঞ্জে ২০ হাজার ৫৭৬ হেক্টর, উল্লাপাড়ায় ২৮ হাজার ৭০০ হেক্টর, তাড়াশ ২১ হাজার ৯২০ হেক্টর, শাহাজাদপুরে ২২ হাজার ৮১ হেক্টর, গুরুদাসপুরে ৪ হাজার ৩১৫ হেক্টর, চাটমোহরে ৮ হাজার ৫১০ হেক্টর, ভাঙ্গুড়া ৬ হাজার ২২০ হেক্টর, নলডাঙ্গায় ৬ হাজার ৫০০ হেক্টর ও আত্রাই উপজেলায় ১৮ হাজার ২৫০ হেক্টর জমিতে বোরো ধানের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গুরুদাসপুর উপজেলার বিলশা গ্রামের কৃষক গোলাম সরদার বলেন, চলনবিলের বর্ষার পানি নামতে সময় লাগায় এ বছর বোরো চাষে পিছিয়ে পড়েছি। একটানা কুয়াশা আর ঠাণ্ডার কারণে বীজ রোপণে দেরি হচ্ছে।

সিংড়া উপজেলার বিলবিয়াসপুর গ্রামের কৃষক নজরুল ইসলাম জানান, সুতিজাল দিয়ে পানিপ্রবাহকে বাধা দিয়ে মাছ ধরায় এবার বোরো ধান রোপণ করতে দেরি হয়েছে। তার ওপর প্রচণ্ড শীতে ঠিকমতো জমি প্রস্তুত ও চারা রোপণ করতে পারছি না। আবহাওয়া যদি দুয়েক দিনের মধ্যে ভালো না হয় তাহলে বিশাল ক্ষতি হবে।

চাটমোহরের দিনমজুর রায়হান জানান, এখন আমাদের ফসলের মৌসুম। তীব্র শীতের মাঝে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা বোরো ধান লাগানোর এবং জমি প্রস্তুতের কাজ করছি। শীতের কাছে হার মানলে পরিবার নিয়ে পথে বসতে হবে।

গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল করিম বলেন, চলনবিল মূলত নিচু অঞ্চল। বর্ষার পানি নামতে সময় লাগায় কৃষকরা বোরো আবাদে কিছুটা পিছিয়ে পড়েছে এবং কৃষি অফিসের পরামর্শে লাইন লোগো পদ্ধতিতে বোরো ধান রোপণ করছেন কৃষকরা। এ পদ্ধতিতে কৃষকদের আগ্রহ বাড়ছে।

নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত কুমার সরকার বলেন, চলনবিলে পানি নামতে সময় লাগায় গম ও সরিষাসহ বিভিন্ন ফসলের চাষাবাদ কম হলেও এ বছর বোরো ধান লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ চাষের সম্ভাবনা রয়েছে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …