নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
কনকনে হিমেল হাওয়ায় কাঁপছে আবাল-বৃদ্ধ-বনিতা। মৃদু শৈত্য প্রবাহের কারণে বেড়েছে ঠান্ডার তীব্রতা। কুয়াশার কারণে জবুথুবু জনজীবন। আজ শনিবার সারাদিন সূর্যের দেখা মেলেনি। পৌষের শুরু থেকেই কমতে শুরু করে তাপমাত্রা। চলনবিল অঞ্চলে শীতের প্রকোপ বাড়ছে। সন্ধ্যা হতেই কুয়াশার চাদরে ছেঁয়ে আসছে গোটা অঞ্চল। সকালে শীতের তীব্রতা বাড়ছে। দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগ। সন্ধ্যার পর পরই ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট।
এদিকে পুরাতন কাপড়ের দোকানে ভীড় বেড়েছে। শ্রমজীবি,দরিদ্র আর ছিন্নমূল মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের সদস্যরাও ছুটছে গরম কাপড় কেনার জন্য পুরাতন গরম কাপড়ের দোকানে। সরকারিভাবে বিভিন্ন উপজেলায় যে কম্বল বিতরণ করা হচ্ছে, তা ‘বিশাল সমুদ্রে শিশির বিন্দু’ সমতুল্য।
শনিবার চলনবিল অঞ্চলে তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে।
আরও দেখুন
সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন
নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …