মঙ্গলবার , এপ্রিল ১ ২০২৫
নীড় পাতা / আবহাওয়া / শীতের প্রকোপ কমলেও নাটোরে ঘন কুয়াশাসহ পরিবর্তিত আবহাওয়ায় বিপর্যস্ত জনজীবন

শীতের প্রকোপ কমলেও নাটোরে ঘন কুয়াশাসহ পরিবর্তিত আবহাওয়ায় বিপর্যস্ত জনজীবন


নিজস্ব প্রতিবেদক:
শীতের প্রকোপ কমলেও নাটোরে ঘন কুয়াশাসহ পরিবর্তিত আবহাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আজ শুক্রবার বৃষ্টি না থাকলেও কুয়শায় বেলা না হলে কাজে যেতে পারছেনা শ্রমজীবীরা। বেলা ১০টার দিকে রোদ উঠলেও তার নেই কোন উত্তাপ। বৈরী আবহাওয়ার কারণে পেঁয়াজ, রসুন, গমসহ কিছু ফসলের বেশ ক্ষতির আশংকা করছেন কৃষকরা।

এদিকে বৃষ্টি, কুয়াশা ও ঠান্ডাসহ পরিবর্তিত আবহাওয়ার কারণে সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া আমাশাসহ নানা শীতজণিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে আসছে রোগীরা।

আরও দেখুন

নন্দীগ্রামে সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনের যাকাতের টাকা বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া): বগুড়ার নন্দীগ্রামে গরীব-দুস্থদের মাঝে বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির …