শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জনদুর্ভোগ / শীতের তীব্রতা কমার পর রাত থেকে বৃষ্টিতে আবারও জনজীবনে স্থবিরতা

শীতের তীব্রতা কমার পর রাত থেকে বৃষ্টিতে আবারও জনজীবনে স্থবিরতা

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে শীতের তীব্রতা কমার পর বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টিতে আবারও জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। আজ শুক্রবারও ভোর থেকে অবিরাম প্রবল বৃষ্টিতে রাস্তাঘাট জনশূন্যহয়ে পড়েছে। গত দুই দিন শীত কম থাকার পর আবারও এই বৃষ্টি শুরু হওয়ায় খেটে খাওয়া মানুষগুলো পড়েছে বিপাকে।

কাজের সন্ধানে বের হতে না পারায় তাদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। শীতজনিত সমস্যা দূর হওয়ার পর ফিরে আসা স্বস্তিতে আবারও ভাটা পড়েছে শ্রমজীবী মানুষের। তাদের কাজের গতি আবারও থেমে গেছে। সকালে রাস্তায় কোন মানুষনা থাকায় রিক্সা ও অটো রিক্সা চালকরা যাত্রী না পেয়ে হতাশাপ্রকাশ করেছে। যে দুই একটি অটো বা রিক্সা আছে তারাও যাত্রী পাচ্ছে না। আবার অনেকে রিক্সা বা অটোরিক্সা না পেয়ে গন্তব্যে যেতে পারছে না।

যদিও কৃষকরা জানান, এই বৃষ্টিতে ফসলের বেশ উপকার হবে।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …