বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কম্বল বিতরণ করলেন এমপি রত্না

শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কম্বল বিতরণ করলেন এমপি রত্না

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নে অসহায়, হতদরিদ্র ও শীতার্তদের  মাঝে কম্বল বিতরণ করেছেন সংসদ সদস্য (নাটোর-নওগাঁ) রত্না আহমেদ।

সোমবার (১০ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে  প্রায় ১০০ জনের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশ্যে রত্না আহমেদ  বলেন, এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা রেখে মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন‌ ‘কোনো গরিব মানুষ যেন কোনোভাবেই শীতে কষ্ট না পায়’। এ কারণে তিনি সবার কাছে প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চান ।এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান বাবু, ৫ নং ওয়ার্ড সদস্য শাহ আলম ও স্থানীয় নেতৃবৃন্দ।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …