নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ার শিশু মুহিবুল্লাহ ফিরছে মরদেহ হয়ে। বৃহস্পতিবার বিকেলে মহিবুল্লাহ’র বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে গুরুদাসপুর থানা পুলিশ। মুহিবুল্লাহ (৬) গোটিয়া মহিষমারী গ্রামের পল্লী চিকিৎসক ইসাহক আলীর পুত্র।
গোটিয়া ইউপি মেম্বার ফারুক হোসেন ও স্থানীয় ভাবে জানা যায়, মুহিবুল্লাহ মাস খানেক আগে তার মায়ের সাথে নানার বাড়ি সাবগাড়িতে বেড়াতে যায়। আজ বিকেলে মোবাইল নিয়ে সে কার্টুন দেখতে বাড়ির বাইরে যায়, পরে তাঁর সন্ধান পাওয়া যায়নি। রাত সাড়ে ৮ টার দিকে বাড়ি থেকে আধা কি: মি: অদুরে এক ভুট্টা জমিতে তাঁর বস্তাবন্দী জবাই করা মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
পরে পুলিশ তার মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …