সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / শিশু কবি আহনাফ আহমেদ এর কবিতা ‘বাংলা’

শিশু কবি আহনাফ আহমেদ এর কবিতা ‘বাংলা’

আহনাফ আহমেদ

বাংলা

বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার পণ
বাংলা আমার জীবন মরন
বাংলা আমার সব
বাংলা আমার রক্ত প্রাণ
বাংলা আমার ভীষন গর্ব
বাংলা আমার খুবই অহংকার
বাংলা আমার কথা
বাংলা আমার স্মৃতি
বাংলা আমার স্বাধীনতা
বাংলা আমার সুখ
বাংলা আমার মায়ের দেশ
বাংলাই আমার শেষ।

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …