সোমবার , ফেব্রুয়ারি ২৪ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগে শিশু আটক

শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগে শিশু আটক

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগে পুলিশ রেজোয়ান (১২) নামের এক শিশু কে আটক করেছে। উপজেলার ঘনশ্যামপুর গ্রামের এই ঘটনাটি ঘটে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, শনিবার দুপুর আড়াইটার সময় ঘনশ্যামপুর গ্রামের রেজোউলের ছেলে রেরোয়ান হোসেন ( ১২) প্রতিবেশী শিশু (৫) কে খেলার কথা বলে পার্শ্ববর্তী পান বরোজে নিয়ে গিয়ে ধর্ষন করে পালিয়ে যায়। ধর্ষিতা শিশুটি বাড়িতে এসে তার মাকে জোর পূবর্ক ধর্ষনের বিষয়টি জানান এবং শিশুর অবস্থা আশংকা জনক হওয়া তাকে হাকিমপুর হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়।

শিশুটিকে ধর্ষনের অভিযোগে তার পিতা থানায় একটি অভিযোগ করলে থানা পুলিশ সন্ধ্যায় রেজোয়ান কে তার নিজ বাড়ী থেকে আটক করেন।

আরও দেখুন

নন্দীগ্রামে পাকা সড়কে কাদায় মাখামাখি, বড়ধরনের দুর্ঘটনার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আঞ্চলিক পাকা সড়কগুলোতে সামান্য বৃষ্টির পর কাদায় মাখামাখি অবস্থা …