শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / শিশুর সামনে মাকে হত্যা

শিশুর সামনে মাকে হত্যা

নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার দিবাগত রাতে পারিবারিক কলহের জের ধরে নারায়ণপুর এলাকার মইনুল স্ত্রী শিল্পীকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করেন। এসময় শিল্পীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে মইনুল পালিয়ে যান। গুরুতর অবস্থায় শিল্পীকে রাত আড়াইটার দিকে নাটোর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাটোরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। শিশুকন্যার সামনেই তিনি ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে উপর্যপুরি আঘাত করেন বলে জানা যায়।

মঙ্গলবার রাত দুইটার দিকে সদর উপজেলার নারায়ণপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম আনোয়ারা বেগম শিল্পী (৩০)। শিল্পীর স্বামী অভিযুক্ত মইনুল ইসলাম পলাতক রয়েছেন বলে জানায় পুলিশ।

এ ঘটনায় নিহত শিল্পীর ভাই বেলাল হোসেন মঙ্গলবার দুপুরে থানায় মইনুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

পুলিশ জানায়, এই দম্পতির দুটি মেয়ে রয়েছে। বড় মেয়ে মৌমিতা খাতুন (১৪) নানাবাড়ি বেড়াতে গিয়েছিল। ছোট মেয়ে নিশিতা খাতুন (১১) বাড়িতে মায়ের কাছে ছিল। হত্যার ঘটনা দেখে সে অনেকটা নির্বাক হয়ে গেছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার দিবাগত রাতে পারিবারিক কলহের জের ধরে নারায়ণপুর এলাকার মইনুল স্ত্রী শিল্পীকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করেন। এসময় শিল্পীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে মইনুল পালিয়ে যান। গুরুতর অবস্থায় শিল্পীকে রাত আড়াইটার দিকে নাটোর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, পুলিশ শিল্পীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত মইনুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও দেখুন

নাটোর স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,নাটোরের স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় জমিন উদ্দিন (৫৫) নামের এক মানসিক প্রতিবন্ধী নিহত হয়েছে। …