শনিবার , এপ্রিল ২০ ২০২৪
নীড় পাতা / বিনোদন / শিল্পকলায় এক দিনে দুই নাটক

শিল্পকলায় এক দিনে দুই নাটক

বিনোদন ডেস্ক
ঢাকা থিয়েটারের অন্যতম প্রযোজনা ‘পঞ্চনারী আখ্যান’। এটি নাট্যদলটির ৩৭তম প্রযোজনা। হারুন রশীদের রচনায় এর নির্দেশনা দিয়েছেন শহীদুজ্জামান সেলিম। এতে একক অভিনয় করেছেন রোজী সিদ্দিকী। অন্যদিকে নাট্যসংগঠন পালাকারের অন্যতম প্রযোজনা ‘উজানে মৃত্যু’। সৈয়দ ওয়ালিউল্লাহর রচনায় এর নির্দেশনা দিয়েছেন শামীম সাগর।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নাটক দুটি মঞ্চস্থ হতে যাচ্ছে। এর মধ্যে শিল্পকলার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে ‘পঞ্চনারী আখ্যান’ এবং স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হবে ‘উজানে মৃত্যু’।

নারীর পরিচয় শুধু নারী নয়, মানুষ হিসেবে হোক। পুরুষতান্ত্রিক সমাজে নানাভাবে অবহেলার শিকার সারা বিশ্বের নারীরা। এ অবস্থা থেকে বেরিয়ে আসার বার্তাই ব্যক্ত হয়েছে ‘পঞ্চনারী উপাখ্যান’- এ।

এ নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন আফজাল হোসেন। সংগীত পরিকল্পনায় মঞ্চকুসুম শিমূল ইউসুফ ও চন্দন চৌধুরী। পোশাক পরিকল্পনায় নাসরিন নাহার। আলোক পরিকল্পনায় ওয়াসিম আহমেদ।

অন্যদিকে নাট্যসংগঠন ‘উজানে মৃত্যু’ নাটকের শিল্প নির্দেশনায় আমিনুর রহমান মুকুল। কোরিওগ্রাফিতে অনিকেত পাল বাবু। আলোক পরিকল্পনায় বাবর খাদেমী। সংগীত পরিকল্পনায় অজয় দাশ। মঞ্চ পরিকল্পনায় শামীম সাগর।

আরও দেখুন

নন্দীগ্রামে হিরো আলমের নির্বাচনী প্রচারণায় বাধা প্রদানের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো …