মঙ্গলবার , এপ্রিল ১ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / শিক্ষা ব্যবস্থা জাতীয়করণে ৮ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণে ৮ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ফেডারেশন- চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা শহরের মুজিব মঞ্চের সামনে এই মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন, স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি তারিক-ই-নুর জামাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুয়েল ইসলাম, মহিলা সম্পাদক খালেদা খাতুন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবিরসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।

এ সময় বক্তারা সর্বজনীন বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন, করোনায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের আর্থিক প্রণোদনা, বিশেষ বৃত্তি ব্যবস্থা গ্রহণ, শূন্য পদের বিপরীতে ইনডেক্সধারী শিক্ষদের বদলির ব্যবস্থা কার্যকর, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দূর্দশা লাঘবে শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ডের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ, ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধসহ ৮ দফা দাবি তুলে ধরেন।

এ সময় বক্তারা আরও বলেন, দেশের ৯৪ শতাংশ শিক্ষার্থীই বে-সরকারি বিদ্যালয়ে পড়াশুনা করে। এ অবস্থায় শিক্ষকদের রাস্তায় দাঁড় করিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভ নয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতারা।

আরও দেখুন

নাটোরে এবার বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, লালপুর: নাটোরের লালপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে চংধুপইল ইউনিয়ন …