শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / শিক্ষা খাতে ৪২৩ কোটি টাকা সহায়তা দিচ্ছে ইইউ

শিক্ষা খাতে ৪২৩ কোটি টাকা সহায়তা দিচ্ছে ইইউ

নিউজ ডেস্ক:
দেশে দক্ষ জনবল তৈরির জন্য ৪২৩ কোটি টাকা সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, দারিদ্র্যবিমোচন ও বৈষম্য কমাতে শিক্ষা খাতে এ অর্থ ব্যয় করা হবে। প্রাথমিক শিক্ষা, টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা এবং প্রশিক্ষণে এ অর্থ ব্যয় হবে।

বৃহস্পতিবার ইইউ’র দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই উপলক্ষে ইইউ রাষ্ট্রদূত রেনসে তেরিংক বলেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য শিক্ষা হচ্ছে একটি মৌলিক বিষয়। এ বিষয়টি ইইউ’র মূল উন্নয়ন সহযোগিতার অংশ। বাংলাদেশে ডেমোক্রেটিক ডিভিডেন্ডের সর্বোচ্চ ব্যবহারে প্রাথমিক শিক্ষা, টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা ভবিষ্যৎ চাকরির বাজার তৈরিতে সহায়তা করবে।’

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …