শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / শিক্ষানুরাগী সৈয়দ মুহম্মদ নাসিহ্ এর ১ম মৃত্যুবার্ষিকী আজ

শিক্ষানুরাগী সৈয়দ মুহম্মদ নাসিহ্ এর ১ম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সংগঠক সৈয়দ মুহম্মদ নাসিহ্ এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের ২২ জুলাই শুক্রবার বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৬ বছর। নাটোরের সাংস্কৃতিক অঙ্গনে ‘বুড়ো খোকা’ খ্যাত অনন্য শিক্ষক সৈয়দ মুহম্মদ নাসিহ্ নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি  বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে আমৃত্যু নিয়োজিত ছিলেন। তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নাটোর জেলা সভাপতি, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের নাটোর জেলা সভাপতি, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের নাটোর জেলা সভাপতি, নাটোর জেলা স্কাউট লিডার, নাটোর জেলা সিপিবি সভাপতিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নাটোরের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। নাটোরের তরুণ কবি মোহম্মদ আসাদুজ্জামান এর ভাষায়, “কবিতা সর্বদা মাথা উঁচু করে বাঁচে, তবুও কখনও কখনও নত হয় কারো কারো কাছে। সৈয়দ মুহম্মদ নাসিহ্ এমনই একজন মানুষ।”

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *