মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার বিচারের দাবিতে বড়াইগ্রামে শিক্ষক-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ

শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার বিচারের দাবিতে বড়াইগ্রামে শিক্ষক-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামের কৃষ্ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপর হামলা, ভাংচুর ও মারপিটের প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি।

শনিবার দুপুরে বিদ্যালয় চত্তরে আয়োজিত সমাবেশে সমিতির সভাপতি বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াসেক আলী সোনারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন, সমিতির সহ-সভাপতি ও গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুর রহমান শাহীন, পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বাগডোব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, জোনাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমান, দেওশীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল ও সমিতির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ভুট্ট মাষ্টার বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, গত ৯ ফেব্রয়ারী বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে বহিরাগত কিছু লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের উপর হামলা করে।
তাদের হামলায় একজন সহকারী শিক্ষকসহ কয়েকজন অভিভাবক ও শিক্ষার্থী আহত হয়। এ সময় তারা অনুষ্ঠানের মঞ্চসহ বিদ্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও অদ্যাবধি কেউ গ্রেফতার হয়নি। তারা অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় আগামীতে আরো বৃহত্তর কর্মসূচি দেয়ার হুমকি দেন তারা।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …