নিউজ ডেস্ক:
বিদেশগামীদের করোনাভাইরাস শনাক্ত করতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের জন্য চারটি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সোমবার চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে চারটি প্রতিষ্ঠানকে দ্রম্নত সময়ের মধ্যে ল্যাব স্থাপনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। তাদের চিঠি ইসু্য করা হয়েছে। পিসিআর টেস্টের জন্য ১ হাজার ৬০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এর বাইরে কেউ কোনো অর্থ গ্রহণ করতে পারবে না। এছাড়া সংযুক্ত আরব আমিরাতগামী বাংলাদেশি কর্মীদের কাছ থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে টেস্টের জন্য কোনো ফি আদায় না করার জন্য বলা হয়েছে
জানা গেছে, ঢাকার প্রেসক্রিপশন পয়েন্ট, ল্যাব এইড ধানমন্ডি, কুমিলস্নার লাকসামের মডার্ন হসপিটাল প্রাইভেট লিমিটেড ও চট্টগ্রামের শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিকে পিসিআর ল্যাব স্থাপনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, বিমানবন্দরে স্থান নির্বাচন ছাড়া কোনো কাজ বাকি নেই। তাই অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে বলেছি দ্রম্নত কাজ শুরু করতে।