শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / শাল্লায় হামলা ও ভাংচুরের প্রতিবাদে হিলিতে বিক্ষোভ ও মানববন্ধন

শাল্লায় হামলা ও ভাংচুরের প্রতিবাদে হিলিতে বিক্ষোভ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, হিলি”
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি ভাংচুর লুটপাট ও নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর ১ টায় হিলি চারমাথা মোড়ে পূজা উদযাপন কমিটির আয়োজনে এই বিক্ষোভ ও মানববন্ধন হয়।

এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর (হিলি) পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী সুমন মন্ডল, কমিটির সাধারণ সম্পাদক দীপঙ্কর সাহা রিপন, সাংগঠনিক সম্পাদক সুপদ শীল, হিলি পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিল অলক কুমার বসাক (মিন্টু), ৬ ওয়ার্ড কাউন্সিলর রতন চন্দ্র সহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

এসময় বক্তব্যরা বলেন, শাল্লার সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট এবং নির্যাতন আমরা মেনে নিবো না। এই নির্মম অত্যাচারের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। স্বাধীন দেশে, আমরা স্বাধীন ভাবে বসবাস করতে চাই। আমাদের জানমাল রক্ষার দায়িত্ব সরকারকে নিতে হবে। শাল্লার অমানবিক নির্যাতনের ঘটনার,নির্যাতনকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। ন্যায্য বিচার না হলে আমরা আগামীতে আরও কঠোর অবস্থানে যাবো।

আরও দেখুন

নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …