মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / শারদীয় দুর্গোৎসবের মহানবমী পালিত হচ্ছে

শারদীয় দুর্গোৎসবের মহানবমী পালিত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক:ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে চতুর্থ দিনের মত নাটোরে পালন করা হচ্ছে শারদীয়  দূর্গোৎসব। আজ সোমবার  সকল  দূর্গা   মন্দিরে  মহানবমী  বিহিত পূজার মধ্য দিয়ে প্রিয় দেশ ও জাতির কল্যাণ কামনা করে সকালে মায়ের পায়ে  অঞ্জলি  দিয়েছে   মন্দিরে   আগত   ভক্ত   মন্ডলী।   পরে ভোগারতীসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে চলে নবমী পূজার আনুষ্ঠানিকতা। পৃথিবী থেকে অশুভ  শক্তি   নাশ করতে পুজা মন্ডপে মন্ডপে করা হচ্ছে হোমযজ্ঞ। এসময় শঙ্খ, উলু ধ্বনি এবং ঢাকের  শব্দে মুখরিত হয়ে উঠে পূজা মন্ডপগুলো। সন্ধ্যায় পূজা,আরতি এবং ভোগরাগের মধ্য দিয়ে শেষ হবে মহানবমীর আনুষ্ঠানিকতা। ভক্তমন্ডলী অপেক্ষা করবে মাকে বিদায় দেওয়ার দিন শারদীয় দূর্গোৎসবের শেষ দিনের পূজার জন্য।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *