নিজস্ব প্রতিবেদক:
শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে নাটোর সদর ও বড়াইগ্রাম উপজেলার ১২ টি ইউনিয়নের ভোট গণনা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ শেষে এই গননা শুরু হয়। কোন প্রকার বিশৃংখলা ছাড়াই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এজন্য নাটোর সদর উপজেলায় ৭ টি ইউনিয়নের জন্য ৩ প্লাটুন ও বড়াগ্রাম উপজেলার ৫টি ইউনিয়নের জন্য ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা ছিল।
এছাড়া প্রতিটি কেন্দ্রে ১৭জন আনসার সদস্য মোতায়েন সহ দু’টি উপজেলার ১২ টি ইউনিয়নে মোট ২৫৫০জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। এছাড়া পুলিশ, র্যাব স্টাইকিং ফোর্স হিসাবে টহলরত ছিল। পাশাপাশি নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ ভ্রাম্যমান আদালত নিয়ে মাঠে ছিলেন। নির্বাচনে ১২ টি ইউনিয়নে মোট ৪০ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নাটোরের ৭টি ইউনিয়নে ২৬ জন ও বড়াইগ্রামের ৫টি ইউনিয়নে ১৪ জন চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে নাটোর সদর ও বড়াইগ্রাম উপজেলার ১২ টি ইউনিয়নের ভোট গণনা শুরু
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …