রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / শহীদ সাংসদ মমতাজ উদ্দিনের কবরে শ্রদ্ধা নিবেদন নবনির্বাচিত নাটোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের

শহীদ সাংসদ মমতাজ উদ্দিনের কবরে শ্রদ্ধা নিবেদন নবনির্বাচিত নাটোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের

নিজস্ব প্রতিবেদক:
নবনির্বাচিত নাটোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শহীদ সাংসদ মমতাজ উদ্দিনের কবর জিয়ারত এবং শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার দুপুর বারোটার দিকে লালপুর-বাগাতিপাড়ার সাবেক সংসদ সদস্য শহীদ মমতাজ উদ্দিনের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ও সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নাটোর জেলা শাখার সভাপতি, এ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ ডলার, সাধারণ সম্পাদক, শফিউল আযম স্বপন ও অত্র কমিটির সকল নেতৃবৃন্দ।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চে নাটোর এর সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম শফিক ও অন্যান্য নেত্রীবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তোজা আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মালেক শেখ, নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ এবং জেলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …