বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / শহীদ বুদ্ধিজীবী দিবসে নাটোর জেলা আ’লীগের মোমবাতি মিছিল

শহীদ বুদ্ধিজীবী দিবসে নাটোর জেলা আ’লীগের মোমবাতি মিছিল


নিজস্ব প্রতিবেদক:
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নাটোরে মোমবাতি মিছিল করেছে জেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গতকাল ১৪ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় নাটোর প্রেসক্লাবের সামনে থেকে মোমবাতি হাতে করে মৌন মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক ধরে মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে স্বাধীনতা চত্বর এর স্মৃতিস্তম্ভের সামনে মোমবাতি প্রজ্জ্বলন, এক মিনিট নীরবতা পালন এবং শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

এই মিছিল এবং পরবর্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রত্না আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ ডলার, সাধারণ সম্পাদক শফিউল আজম স্বপনসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …