বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / শহীদ বুদ্ধিজীবী দিবসে জেলা আওয়ামী লীগের মোমবাতি মিছিল

শহীদ বুদ্ধিজীবী দিবসে জেলা আওয়ামী লীগের মোমবাতি মিছিল

নিজস্ব প্রতিবেদক:
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নাটোরে মোমবাতি মিছিল ও শহীদ বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন করেছে জেলা আওয়ামী লীগ। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগ প্রজ্জ্বলিত মোমবাতি নিয়ে মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মাদ্রাসা মোড়ের স্বাধীনতা স্তম্ভে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর নওগাঁ আসনের সংরক্ষিত সংসদ সদস্য রত্না আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, অ্যাডভোকেট কামরুল ইসলাম,পৌর মেয়র উমা চৌধুরী জলিসহ অন্যান্যরা।

পরে সেখানে তারা শহীদ বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন, শহীদদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …