মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / শহিদ রেজা রঞ্জু সেলিম বাবুলের কবরে মেয়রের শ্রদ্ধাঞ্জলি

শহিদ রেজা রঞ্জু সেলিম বাবুলের কবরে মেয়রের শ্রদ্ধাঞ্জলি

 নিজস্ব প্রতিবেদক:

‘৭১ এর বীর সেনানী শহিদ রেজা, রঞ্জু,সেলিম বাবুলের শাহাদাৎ বার্ষিকীতে তাদের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। আজ ১ সেপ্টেম্বর শুক্রবার সকাল নয়টার দিকে শহরের কানাইখালী এলাকায় অবস্থিত তাদের কবরস্থানে এই শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এসময় তিনি উল্লেখিত বীর মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্পস্তবক অর্পণ, আত্মার শান্তি কামনা নীরবতা পালন, সংক্ষিপ্ত আলোচনা ও শেষে দোয়া করা হয় । নাটোর পৌরসভা আয়োজনে এসময় মেয়রের সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর জজ কোর্টের পিপি এড.সিরাজুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মোর্ত্তজা আলী বাবলু‌ সহ নাটোর পৌরসভার মহিলা কাউন্সিলর, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। উল্লেখ্য ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এই দিনে নাটোরের বীর সেনানী রেজা রঞ্জু সেলিম বাবলু কে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম নির্যাতন করে হত্যা করে। উমা চৌধুরী জলি মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই প্রতিবছর এই বীর সেনানিদের শাহাদত বার্ষিকীতে নাটোর পৌরসভা এই দিবসটি পালন করে থাকে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …