শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / শফিক ইসলাম উজ্জ্বল এর কবিতা ‘প্যারিস রোড’

শফিক ইসলাম উজ্জ্বল এর কবিতা ‘প্যারিস রোড’

কবিঃ শফিক ইসলাম উজ্জ্বল

কবিতাঃ প্যারিস রোড

ভালোবাসা যে এভাবে সরিয়ে দেবে দূরে;
ফালি ফালি কাটবে করোনার কঠিন ক্ষুরে।

কে ভেবেছিল বদলে যাবে জীবনের সুর?
ধরা দেবে মানুষের ভেতরের ভয়াল অসুর!

চীন, উত্তর কোরিয়ায় পরিসংখ্যানে মৃত্যু কম;
বাকস্বাধীনতা নিয়েছে কেড়ে, মিষ্টি মতবাদের যম!

আমেরিকা, কানাডা তবুও জানছে কয়জন মরছে;
ভালোবাসায় জড়িয়েই শেষকৃত্যের জরুরি কাজটা করছে।

রাজার ভাণ্ডার ফুরায় খেলে বসে বসে;
লকডাউনের লক পড়ছে সবখানে খসে খসে।

বলা হচ্ছে হার্ড ইমিউনিটিই নাকি ভরসা;
সময়ের পরিক্রমায় কালো আকাশ হবে ফরসা।

চলবে জীবন গাড়ি কঠিন নিয়ম মেনে;
অচেতন হলেই সাক্ষাৎ যমে নেবে টেনে।

দশ দিনের খাবারে টানতে হবে পঁচিশ;
অভুক্ত পেট জানে এসিড দহনের বিষ।

ছাদবাগানের বাড়িওয়ালা দিতে নারাজ ছাদের চাবি;
অসহায় কাঁদে গৃহবন্দী ভাড়াটিয়ার ব্যর্থ দাবি।

গুমোট পরিস্থিতি সুন্দর সমীরণে কবে হাসবে;
মতিহারের প্যারিস রোড প্রাণের আগমন ভালোবাসবে।

কতদিন লেইসার ক্যাফেতে খাইনা চা-আদা;
ইনশাআল্লাহ বন্ধ হবে একদিন এ কাঁদা।

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …