বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / শফিক ইসলাম উজ্জ্বলের কবিতা ‘আহাজারি…’

শফিক ইসলাম উজ্জ্বলের কবিতা ‘আহাজারি…’

কবিঃ শফিক ইসলাম উজ্জ্বল

কবিতাঃ আহাজারি…

মৃত্যুর হাতছানিতে বিশ্বজুড়ে করুণ আহাজারি ;
একশত বছর পরপর আসে মহামারি।

থমকে গেছে জীবনের চেনা গলি;
বিষাদভরা মনের বাগানে উড়েনা অলি।

ছুটে চলা নাভিশ্বাস জীবন স্তব্ধ ;
রুটি-রুজির ঠিকানা হারিয়ে বিধ্বস্ত বিক্ষুব্ধ।

রোবটের ব্যবহার বাড়ছে উন্নত দেশে;
চাকুরী হারানো কোটিজন দীনহীন বেশে।

কাজ হারিয়ে হয়েছে জীবন স্থবির ;
স্বপ্ন ভেঙেচুরে প্রতি মুহূর্ত অস্হির।

গ্রামে ছুটছে শ্রমিক হারিয়ে কাজ;
জীবন কেমনে চলবে কপালে ভাঁজ।

বাড়িওয়ালা ভাড়াটিয়া পড়েছে বিপদে সমান;
ভয়ংকর বাস্তবতায় জীবনের অংক অসমান।

জনবহুল শহরের যারা আছে বস্তিতে;
বদ্ধ কারাগারে একটুও নেই স্বস্তিতে।

মারণাস্ত্র আজ অণুজীবের কাছে শিশু ;
অদৃশ্য ঘাতক যেন ভয়ংকর বিষু।

প্রতিদিন খবরে দেখায় মৃত্যুর পরিসংখ্যান ;
সচেতন যারা ভেতরে হন অজ্ঞান।

স্ত্রী-সন্তান সাইকেল নিয়ে চলে হেঁটে;
রাজ্য থেকে রাজ্যে অমানুষিক খেটে।

হাঁটতে হাঁটতে পায়ে বিশাল ফোস্কা!
নগ্নপদ আর মাথায় আস্ত বোস্কা!!

কে ভেবেছিল জীবন বদলে যাবে?
আতংকের ঘুণপোকা হৃদয় কুরে খাবে।

জীবন এক অনিশ্চিত ভ্রমণের নাম ;
কেউ জানেনা কখন ছাড়বে ধাম।

খামখেয়ালের বাড়াবাড়িতে মানুষ হুঁশ হারায়;
অহংকারী মনে শয়তান হাত বাড়ায়।

করোনা মানুষের ফিরিয়ে আনছে চেতনা;
কমেছে অনেক যুদ্ধ বিগ্রহ ফেতনা।

দেখতে চাইনা কালোছায়া আর লাশ;
হে মা’বুদ! পরীক্ষায় করাও পাশ।

উৎসর্গ:
ইয়াসিফ ফয়সাল স্যার
মাহাবুবুল আলম বিপ্লব স্যার
হাসান মারুফ স্যার

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …