রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / শফিক ইসলাম উজ্জ্বলের কবিতা ‘করোনার ক্রান্তিলগ্নে কৃষক…’

শফিক ইসলাম উজ্জ্বলের কবিতা ‘করোনার ক্রান্তিলগ্নে কৃষক…’

কবিঃ শফিক ইসলাম উজ্জ্বল

কবিতাঃ করোনার ক্রান্তিলগ্নে কৃষক…

গরু দিয়ে খাওয়ায় কৃষক মাঠভর্তি সব্জি!
খরিদ্দার নেই, খাবার নেই, পর্যুদস্ত কব্জি!!

পান্তা মরিচের শক্তিতে বাঁচায় দেশের অর্থনীতি!
ক্ষেতে পঁচে ফসল , মনজুড়ে হতাশার ভীতি!!

ডালভাত জুটানো দায়, বেঁচে করলা একমণ!
বাধ্য হয়ে ফসল ভাঙছে , ভাঙছে মন!!

একআঁটি লালশাক এক টাকায়ও কেনেনা লোক!
চোখের জল যায় শুকিয়ে, হৃদয়ভেদী শোক!!

প্রণোদনা পৌঁছার আগেই, কৃষকের মেরুদণ্ড শেষ!
খাদ্যশস্য না ফলালে, ক্ষুধায় কাঁপবে দেশ!!

কেনো পাইনা শুনতে প্রান্তিক চাষির বিলাপ?
তাঁর ঘরে জ্বলেনা উনুন, কিসের আলাপ?

বিঘার পর বিঘা ফসল মাঠেই নষ্ট!
কে বুঝবে কৃষকের এ বুকফাটা কষ্ট?

করোনাকালের বিশাল উৎপাদন, পৌঁছায় না শহরে!
আশায় ফলিয়েছে ফসল, খেটে প্রতি প্রহরে!!

সিন্ডিকেটের দানব কাড়ে কৃষিপণ্যের দাম ন্যায্য!
বাংলামায়ের খাঁটি সন্তান, অবহেলিত আর ত্যাজ্য!!

কৃষক ফলায় ফসল, ফেলে মাথার ঘাম!
মোরা এসিরুমের পরিকল্পনায়, কতটুকু দেই দাম?

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …