সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / শপিং মলসহ দেশের সব দোকান বন্ধের ঘোষণা

শপিং মলসহ দেশের সব দোকান বন্ধের ঘোষণা

নিউজ ডেস্কঃ

করোনাভাইরাসের কারণে শপিং মলসহ দেশের সব দোকান বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।

করোনাসভাইরাসের সংক্রমণ এড়াতে রবিবার (২২শে মার্চ) দোকান মালিক সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সমিতির সিদ্ধান্ত মোতাবেক ২৫শে মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত শপিং মল এবং দেশের সকল দোকান বন্ধ থাকবে। তবে, ওষুধ, কাঁচাবাজার ও নিত্যপণ্যের দোকান খোলা থাকবে।

এর আগে, করোনাভাইরাসের কারণে এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষার পরবর্তী সময়সূচি এপ্রিল মাসে প্রকাশ করা হবে বলেও জানানো হয়। এছাড়া দেশের সব অফিস আদালতের কাজ সীমিত করে আনা হয়েছে। কর্মীদের বাসায় থেকে কাজ করার নির্দেশ দিয়েছে অনেক অফিস।

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে জনসমাগম হয় এমন অনুষ্ঠান বর্জন করার সিদ্ধান্ত হয়। এছাড়াও সতর্কতা হিসেবে সবাইকে গণপরিবহণ এড়িয়ে চলতে বলা হচ্ছে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …