শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / অর্থনীতি / শনিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি চালু

শনিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি চালু

নিজস্ব প্রতিবেদক, হিলি
স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব নিশ্চিতের মাধ্যমে প্রায় আড়াই মাস বন্ধের পর শনিবার সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মাঝে আমদানি রফতানি চালুর সিন্ধান্ত নিয়েছেন দু’দেশের ব্যবসায়ীরা।

শুক্রবার বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্যরেখায় দাঁড়িয়ে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে দু’দেশের ব্যবসায়ীদের মাঝে অনুষ্ঠিত বৈঠকে এই সিন্ধান্ত গৃহীত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজের নেতৃত্বে ৮সদস্য ও ভারতের হিলি এক্সপোটার্স আ্যসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন সরকারের নেতৃত্বে ৮সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।

বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন জানান, সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল থেকে ২০টি করে মোট ৪০ ট্রাক পণ্য ভারতীয় ব্যবসায়ীরা রফতানি করবে মর্মে বৈঠকে সিন্ধান্ত হয়েছে এবং আমরা দু’পক্ষই এই সিন্ধান্তে একমত হয়েছি।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *