নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ীঃ
রাজশাহীর গোদাগাড়ীতে সারা দেশের ন্যায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গোদাগাড়ী পল্লী উন্নয়ন বোর্ড আনন্দঘন পরিবেশে ঋণ উৎসব পালন করেন। উপজেলার ৭২ জন উপকার ভোগী সমবায়ীদের মাঝে প্রায় ১৪ লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়।
গতকাল মঙ্গলবার সকালে ঋণ উৎসব অনুষ্ঠানে উপজেলা শহীদ মিনার চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন ,সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হক,সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) আব্দুর রাজ্জাক, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুুলাল আলম প্রমূখ। অনুষ্ঠানে সন্চ্ঞালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম।
এদিকে দিন ব্যাপি কর্মসূচির মধ্যে সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনী ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচি শরু হয়। পরে উপজেলা চত্বরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন ও তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন এবং উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠনের জিএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ জন শিক্ষার্থীদের বাই সাইকেন প্রদান করেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অঙ্গ সংগঠন। এরপর দোয়া মাগফেরাত কামনা করা হয়।
আরও দেখুন
পুঠিয়ায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক পুঠিয়া,,,,,,,,,,,,,,,,,পুঠিয়ায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সাবেক পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান …