নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপূরে চরাঞ্চলের প্রবেশ পথের কালভাট ভেঙ্গে যাওয়ায়

লালপূরে চরাঞ্চলের প্রবেশ পথের কালভাট ভেঙ্গে যাওয়ায়

স্থানীয়দের দুর্ভোগ 

লালপুর সংবাদ -২

নিজস্ব প্রতিবেদক: লালপুর, নাটোর,২২জুন:

অবৈধ মাটি ভর্তি ড্রাম ট্রাকে 

নাটোরের লালপুর সদরের চরাঞ্চলের প্রবেশ পথের একটি কালভাট ভেগে যাওয়ার এলাকাবাসীর দুর্ভোগে পড়েছে । ভাঙ্গা কালভাটের উপর বালি মাটি দেওয়া হয়েছে। এতে যে কোন সময় প্রাণহানির ঘটনার আশংকা দেখা দিয়েছে । এদিকে স্থানীয় ভূমিদস্যুদেরা দীর্ঘ দিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ও থানা ভবন সহ প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের রঙিন ঘরের পাশে পদ্মার চরাঞ্চলে অবৈধ ভাবে বালু মাটি উত্তোলন করে আসছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা ।  ইটভাটা সহ বিভিন্ন স্থাপনায় এসব অবৈধ বালু মাটি বিক্রি করা হয়। তবে ভূমিদস্যুদের নাম বলতে চাইনি স্থানীয়রা। মতামত,ব্যাটারি চালিত ভ্যান চালক কাশেম ও আমির শেখ সহ অন্যান্যরা বলেন,বন্যার পানি বাহির হওয়ার জন্য সাঁকো টি দেওয়া হয়। সাঁকো টি ভেঙে যাওয়ায় পানি জমে থাকবে। এতে স্কুলের শিক্ষার্থীরা সহ এলাকা বাসীর চলচলের জন্য ভুগান্তিতে পড়তে হবে। আর চরাঞ্চলের বাসিন্দা বকুল বলেন, অবৈধ বালু মাটি ভর্তি ড্রাম ট্রাক চলাচলের জন্য ব্রীজ টি ভেঙে গেছে। বিষয়টি থানার ওসিকে জানিয়েছি। তিনি কোন ব্যবস্থা নেননি। এবিষয়ে লালপুর থানার ওসি নাছিম আহমেদ বলেন,বিষয়টি দেখছি।

আরও দেখুন

বড়াইগ্রাম উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নিজস্ব প্রতিবেদক: বড়াইগ্রাম (নাটোর) নাটোরে বড়াইগ্রাম উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা রোববার উপজেলা পরিষদ …