শুক্রবার , এপ্রিল ১১ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

লালপুুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

নিজস্ব প্রতিবেদক,লালপুর: নাটোরের লালপুরে ঐতিহাসিক জশনে জুুলুসে পবিত্র ঈদে মিলাদুুন্নবী উপলক্ষে মোর্শেদ নগর রহমত মঞ্জিল পাক দরবার শরিফের উদ্যোগে যথাযোগ্য মর্যাদার শোভাযাত্রা ও মিলাদ মাহফলি সহ বিশেষ দোয়ার মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলার মোর্শেদ নগর রহমত মঞ্জিল পাক দরবার শরিফ হতে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি লক্ষীপুর হাট ও গৌরীপুর মোড় প্রদক্ষিণ শেষে আবার রহমত মঞ্জিল পাক দরবার শরিফে এসে শেষ হয়। সেখানে এক সমাবেশে রহমত পাক দরবার শরিফের প্রতিষ্ঠাতা পীরে কামিল শাহ সূফি হযরত আবু জুবায়ের দারুল আমান সাহেব বলেন আখেরি নবী হযরত মহাম্মদ (সাঃ) বিশ্ব জগতের রহমত স্বরূপ মানবতার দূত ছিলেন। তিনি ছিলেন মুসলিম জাহানের সর্বশেষ রাসুল। সমাবেশ শেষে বিশেষ মিলাদ মাহাফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

আরও দেখুন

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন দুলু

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বাগাতিপাড়ায় ৫২ বছর বয়সে এবারের চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইউপি সদস্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *