শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুর সংবাদ-১

লালপুর সংবাদ-১

সমস্যায় জর্জরিত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স


নিজস্ব প্রতিবেদক:  লালপুর,নাটোর,১৩ জুলাই:
নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্স। এছাড়া লোকবল সংকটের জন্য চিকিৎসা সেবা থেকে বঞ্চিত
হচ্ছে এই অঞ্চলের মানুষ। আর জেনারেটর থাকলেও অপারেট না থাকায়
অকেজো হয়ে আছে জেনারেটর মেশিন। ফলে রাতে বৈদ্যুতিক সমস্যা হলে
অন্ধকারে ভুতুড়ে অবস্থায় থাকে পুরো স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা। স্বাস্থ্য
কমপ্লেক্সের বাথরুমে গুলো অস্বাস্থ্যকর পরিবেশ দেখা গেছে। যেন স্বাস্থ্য
কমপ্লেক্সটি রোগীতে পরিনত হয়েছে। এছাড়া ১৯ জন চিকিৎসক থাকার
কথা থাকলেও। মাত্র ৭ থেকে ৮ জন চিকিৎসক দিয়ে চলছে চিকিৎসা
সেবা বলে জানা গেছে। ফলে ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার প্রায়
সাড়ে ৩ লাখ মানুষকে চিকিৎসা সেবা প্রদানের বিঘিœত ঘটছে। ৫০
শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১শ শয্যায় উন্নীত করা দাবি তুলেছেন
এই অঞ্চলের মানুষ। জানা যায়,উপজেলা স্বাস্থকপ্লেক্সে ১ জন জুনিয়র
কনসালটেন্ট (শিশু) ,জুনিয়র কনসালটেন্ট (অর্থপেডিক),১ জন জুনিয়র
কনসালটেন্ট (কার্ডিও),১ জন জুনিয়র কনসালটেন্ট (চক্ষু) ,জুনিয়র
কনসালটেন্ট(চর্ম ও যৌন),১ জন ডেন্টাল সার্জন,১ জন আই,এম,ও, ১
জন প্যাথলজিষ্ট, ১ জন প্রধান সহকারী,১ জন সহকারী নার্স,১ জন ভান্ডার
রক্ষক,১ জন অফিস সহকারী কাম কম্পিউটার আপারেটর,১ জন মেডিকেল
টেকনোলজিষ্ট (ফিজিও) সহ কিছু পদ শূন্য রয়েছে। এবিষয়ে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ একে,এম
শাহাবুদ্দিন বলেন, জনবল সংকটের জন্য স্বাস্থ্য সেবা প্রদানের বিঘœ
ঘটছে। আর এই উপজেলার জনসংখ্যা অনুযায়ী হাসপাতালটি ৫০ শয্যা
থেকে ১শ শয্যায় উন্নীত করা জরুরী প্রয়োজন।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …