শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর বীজ ও ভ্যানগড়ি বিতরণ

লালপুর বীজ ও ভ্যানগড়ি বিতরণ

নিজস্ব প্রতিবেদক,লালপুর:

নাটোরের লালপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাষকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।


বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে লালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড় এর সভাপতিত্বে লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলার ৭৪জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে ৪কেজি করে মাষকলাই বীজ, ১০ কেজি ডিওপি সার ও ৫কেজি এমওপি সার বিতরণ করেন।

এর আগে সমাজ সেবা উদ্যোগ ভিক্ষাবৃত্তি নিরসন প্রকল্পের আওতায় ১লক্ষ ৩০ হাজার টাকা ব্যায়ে উপজেলার কালুপাড়া গ্রামের মোঃ আব্দুল আওয়াল ও গৌরীপুর গ্রামের মোছাঃ আমেনা বেগমকে ব্যাটারি চালিত ভ্যান গাড়ি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, সমাজসেবা কর্মকর্তা মোতালেব সরকার, সুপারভাইজার ফজলুর রহমান প্রমুখ।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …